Wellcome to National Portal
Main Comtent Skiped

Image
Title
২৭ ফেব্রুয়ারী, ২৪ তারিখে প্রতি ব্লকে পার্চিং উৎসব ২০২৪ বাস্তবায়ন করা হয়।
Details
 ২৭ ফেব্রুয়ারী, ২০২৪ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঢাকা আঞ্চলের সুযোগ্য অতিরিক্ত পরিচালক কৃষিবিদ Ahasanul Bashar  স্যারের পরিকল্পনায় সকল ব্লকে আজ পর্যন্ত রোপিত বোরো ধানের জমিতে শতভাগ পার্চিং নিশ্চিতকরণে পার্চিং উৎসব আয়োজন করা হয়। তার অংশ হিসেবে কাপাসিয়া উপজেলায় ৩৩ টি ব্লকে পার্চিং উৎসবের আয়োজন করা হয়।
উল্লেখ্য চলতি বোরো মৌসুমে কাপাসিয়া, গাজীপুর  উপজেলায় ১৩ হাজার ৯২৫ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। উৎপাদন লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে  ৬০ হাজার ৪৪৮ মেট্রিক টন। কাপাসিয়া উপজেলায় ফসলের শতভাগ ক্ষেতগুলো 'পার্চিং'য়ের আওতায় আনার চেষ্টা চলছে। বর্তমানে প্রায় ১৩ হাজার ৯০০ হেঃ জমিতে 'পার্চিং' হয়েছে।
ইংরেজি 'পার্চিং' শব্দের অর্থ ফসলের খেতে বা মাঠে ডাল বা কঞ্চি পুঁতে দেওয়া। এসব ডাল-কঞ্চিতে পাখি বসে। এগুলো একদিকে ক্ষতিকর পোকা খেয়ে ফসল রক্ষা করে, অন্যদিকে কীটনাশকের প্রয়োজনীয়তা কমিয়ে বাঁচায় অর্থ ও রক্ষা করে পরিবেশ।